বিশ্বজুড়ে করোনা ভাইরাস আতঙ্ক। করোনা ভাইরাস মোকাবিলা করতে ব্যস্ত হলেও সদুত্তর পাননি বিশেষজ্ঞরা। বিজ্ঞানীদের এখনও ধোঁকা দিয়ে চলেছে এই ভাইরাস। কিন্তু করোনাভাইরাস আসলে দেখতে কেমন? কোনও ব্যক্তি যখন করোনাভাইরাসে আক্রান্ত হন, তখন মাইক্রোস্কোপে দেখতে কেমন লাগে তাকে? সেই ভাইরাসের ছবিই প্রকাশ্যে এল ভারতে। ভারতের প্রথম আক্রান্ত ব্যক্তির শরীরে সংক্রমণ হওয়ার পর পুনের বিজ্ঞানীদের অনুবীক্ষণ যন্ত্রে ধরা পড়েছে সেই ভাইরাসের ছবি। ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে তোলা এই ছবি সম্প্রতি প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান জার্নাল অফ মেডিক্যাল রিসার্চে। এমনই খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই

ছবিঃ এএনআই
ছবি দেখেই বিশেষজ্ঞরা বলছেন, ২০০২ সালে ছড়িয়ে পড়া Sars-CoV বা SARS (সিভিয়র অ্যাকিউট রেস্পিরেটরি সিন্ড্রোম)-এর ভাইরাসের সঙ্গে করোনাভাইরাসের ব্যাপক মিল রয়েছে। চিনের উহান ফেরত কেরলের ওই ছাত্রীর নমুনা থেকে পাওয়া করোনা ভাইরাসের ছবি দেখেই বিশেষজ্ঞরা এই বিষয় নিশ্চিত হন।