খেলার ডেস্ক, ২৪ মার্চ
টোকিও অলিম্পিক পিছিয়ে দেওয়ার ব্যাপারে একমত হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রধান টমাস বাখ। আইওসি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, স্থগিত করা হয়েছে ২০২০ টোকিও অলিম্পিক। আইওসি আশা করছে ২০২১ সালে অলিম্পিক আয়োজন করবে। ২য় বিশ্বযুদ্ধের সময় ছাড়া আর কখনোই শান্তিকালীন অলিম্পিক বন্ধ হয়ে যাওয়া বা পিছিয়ে যাওয়ার নজির নেই। এ বছর করোনা ভাইরাস পৃথিবীজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়ায় এমন নজিরবিহীন ঘটনাই ঘটতে যাচ্ছে।
আগামী জুলাই মাসের ২৪ তারিখ জাপানের রাজধানী টোকিওতে শুরু হওয়ার কথা ছিল বিশ্বের সর্ববৃহৎ এ ক্রীড়া আসর। যা পিছিয়ে যাওয়ায় জাপানকে বিরাট ক্ষতির মুখেই পড়তে হবে। জাপানের প্রধানমন্ত্রী বলেন , ‘আমি অলিম্পিক এক বছরের জন্য পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখ এ ব্যাপারে আমার সঙ্গে শতভাগ একমত।’