মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দেন করোনার সংক্রমণের চেইন ব্রেক করার একমাত্র উপায় সোশ্যাল ডিসট্যান্সিং। আর এই নিয়ে কারও মনে যাতে কোনও সন্দেহের অবকাশ না থাকে, তা নিশ্চিত করতে ২৪ মার্চ মধ্যরাত থেকে ১৪ এপ্রিল টানা ২১ দিন সারা ভারতজুড়ে থাকবে বাধ্যতামূলক লকডাউন।
নরেন্দ্র মোদীর নেওয়া এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের অধিনায়ক বিরাট কোহলি। ট্যুইটে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন মোদীর প্রতি সমর্থন জানিয়ে দেশবাসীকে ঘরে থাকার আহ্বান জানান তিনি।
বিরাট ছাড়াও এদিন অশ্বিন-পূজারর মতো ক্রিকেট তারকাযায় মোদীর সিদ্ধান্তের সমর্থনে ট্যুইট করেছেন
।