এশিয়া কাপের ১৬তম আসরে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা ঘরে তুললো ভারত। এর মাধ্যম আটবার চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়ল ভারত।
টচে হেরে বল হতে মাঠে নামতে হয় ভারতের। তবে খুব বেশি দেরি করতে হয়নি তাদের। সিরাজের বোলিং তোপে শুরুতেই শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার তচনচ হলে তখনই এশিয়া কাপের ফাইনাল ম্যাচের ফল নির্ধারিত হয়ে যায়। তিন ওভারের মধ্যে মাত্র চার রানের ব্যবধানে শ্রীলঙ্কার চারজন ব্যাটসম্যানে ফিরিয়ে দেন ভারতের এই পেসার।
ভারতের ব্যাটিংয়ে ধস নামিয়ে এই ফল বদলাতে পাল্টা জবাবে অবিশ্বাস্য বোলিং করতে হতো শ্রীলঙ্কাকে, কিন্তু সেটা পারেনি তারা। ভারতের পেসার মোহাম্মদ সিরাজের আগুনে বোলিংয়ের মুখে ১৬ ওভারেই অলআউট হওয়ার আগে স্কোরকার্ডে যে রান জমা করে শ্রীলঙ্কা, সেই রানে লড়াই করা দূরের কথা; উল্টো অস্বস্তিতে বাকিটা সময় মাঠে পার করতে হয় তাদের।
সামান্য লক্ষ্য পাড়ি দিতে নেমে বিন্দুমাত্র বেগও পোহাতে হয়নি ভারতকে। লঙ্কানদের দুমড়ে মুচড়ে বিশাল জয় তুলে নিয়ে এশিয়া কাপের শিরোপা ঘরে তুললো টিম রোহিত।
রবিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামের ওই ম্য়াচে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত।
স্কোর শ্রীলঙ্কা ৫০/১০ (১৫.২ ওভার)
ভারত ৫১/০ (৬.১ ওভার)
ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ সিরাজ