Home » প্রচ্ছদ » যুগপৎ আন্দোলন; টানা ১৫ দিনের কর্মসূচী দিল বিএনপি

যুগপৎ আন্দোলন; টানা ১৫ দিনের কর্মসূচী দিল বিএনপি

চৌধুরী তুহি, ঢাকা:
যুগপৎ আন্দোলনের টানা ১৫ দিনের কর্মসূচী ঘোষণা দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাদের ভাষায় “অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ১ দফা দাবি আদায়ে বিএনপি ও যুগপৎ” এই আন্দোলন।

১৯ সেপ্টেম্বর ঢাকা জেলার জিঞ্জিরা /কেরানীগঞ্জ এবং গাজীপুরের টঙ্গীতে সমাবেশ করবে দলটি। ঢাকার ওই কর্মসূচীতে নেতৃত্ব দিবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ড. আব্দুল মঈন খান এবং গাজীপুরের কর্মসূচীতে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

২১ সেপ্টেম্বর ভৈরব-ব্রাক্ষ্মণবাড়িয়া-হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রোড মার্চ শেষ করে ২২ সেপ্টেম্বর ঢাকা মহানগরে যাত্রাবাড়ি ও উত্তরায় সমাবেশ করবে দলটি। একই দিনে চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশুরোগ মুক্তি কামনায় বাদ জুম্মা সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে দোয়া করবে বিএনপি।

২৩ সেপ্টেম্বর বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-পটুয়াখালী রোড মার্চ এবং ২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগরে নয়াবাজার ও ঢাকা জেলা আমিন বাজারে সমাবেশ করবেন বিএনপি নেতাকর্মীরা।


২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগের রোড মার্চ এবং ঢাকায় পেশাজীবী কনভেশন ও ২৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর গাবতলী এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় জনসমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

বিএনপির যুগপৎ আন্দোলনের কর্মসূচী


২৯ সেপ্টেম্বর ঢাকায় মহিলা সমাবেশ ও ৩০ সেপ্টেম্বর ঢাকায় শ্রমজীবী কনভেনশন করবে বিএনপি। ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রোড মার্চ করে ২ অক্টোবর ঢাকায় কৃষক সমাবেশ করবে দলটি।


৩ অক্টোবর কুমিল্লা-ফেনী-মিরসরাই-চট্টগ্রাম রোড মার্চের মাধ্যমে এই কর্মসূচী শেষ হবে।

About Bangla Tidings

x

Check Also

চ্যাম্পিয়নকে হারিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন ভারত

এশিয়া কাপের ১৬তম আসরে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা ঘরে তুললো ভারত। এর মাধ্যম আটবার ...

জাতিসংঘের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

চৌধুরী তুহি, ঢাকা: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের ...

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক-পরিচালক এর দুই বছর কারাদণ্ড, মার্কিন দূতাবাসের উদ্বেগ

তৌহিদুর রহমান তুহি, ঢাকা: বাংলাদেশে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ ...

বুয়েটের শিক্ষার্থীদের জন্য একগুচ্ছ উদ্যোগ। Bangla Tidings।

টিউশনি করে নষ্ট না করতে হয় সেজন্য ‘অন ক্যাম্পাস জব’ চালুর কথা জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল ...