চৌধুরী তুহি, ঢাকা:
৩৪ দিনের ব্যবধানে ফের জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার এবং এ সংক্রান্ত সব তথা এনআইডি সেবা বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে এ সেবা বন্ধ রয়েছে। আগস্ট মাসের ১৬ তারিখ এনআইডি সেবা বন্ধ ছিল। যদিও তখন কর্তৃপক্ষ বলেছিলেন রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই সাময়িক অসুবিধা।
নির্বাচন কমিশন (ইসি) তথ্য সিস্টেম ব্যবস্থাপনা অধিশাখার (এনআইডি) সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সার্ভারের রক্ষণাবেক্ষণ কাজ চলমান থাকায় এনআইডি সংক্রান্ত সকল সেবা বন্ধ রয়েছে। বুধবার দুপুর ২টা পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।
এদিকে, পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলাদেশে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার পর থেকে সাইবার হামলা শুরু হয়েছে বলে দাবি করেছে একটি হ্যাকার গ্রুপ। নিজেদের ভারতীয় হ্যাকার দাবি করে টেলিগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম গ্রুপে এই দাবি করা হয়। গ্রুপটি বলছে, ইতোমধ্যে দুটি বেসরকারি হাসপাতাল এবং নৌবাহিনীর ওয়েবসাইটে আক্রমণ চালানো হয়েছে।
৩০ আগস্ট হ্যাকার গ্রুপ বাংলাদেশে সাইবার হামলার হুমকি দেয়।