আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে একথা বলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
তিনি বলেন, জাতীয় পার্টির ব্যাপারে সুস্পষ্ট করে বলেছি, ফ্যাসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে, যে অপরাধে নিষিদ্ধ করা হয়েছে, তেমনিভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে।
ডা. তাহের বলেন, দেশ যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে তাতে প্রধান উপদেষ্টার দেয়া প্রতিশ্রুতি জুলাই হত্যাকাণ্ডের বিচার, সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। জুলাই সনদের পূর্ণ আইনি ভিত্তি দিতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন ছাড়া নির্বাচনী ট্রেন ছেড়ে দেয়া উচিৎ হয়নি।
তিনি আরও বলেন, আগামী নির্বাচিত সরকার যদি সংস্কার বাস্তবায়ন করে তাহলে এখন আমরা একমত হলাম কেন? আমরা একটি নীল নকশার নির্বাচনের দিকে যাচ্ছি কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন জামায়াতের এ নেতা।