চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিন : যুবলীগ নেতা আশরাফ

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঢাকা মহানগরী দক্ষিণের ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ আশরাফ আলী। মঙ্গলবার বিকেলে স্থানীয় এক মিলনায়তনে আয়োজিত যুব সমাবেশে তিনি এই আহ্বান জানান।

লক্ষ্মীপুর সফরে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আশরাফ আলী বলেন, আমাদেরকো জাতির জনক শেখ মুজিবুর রহমানের আদর্শে একটি সুন্দর বাংলাদেশ গড়তে হবে। যুবলীগ সবসময় একটি আদর্শ রাষ্ট্র গড়তে সহায়ক ভূমিকা পালন করে আসছে। বিগত সময়ে দেশের বিভিন্ন অবকাঠামো উন্নয়নে অংশ নিয়েছেন। কিন্তু চাঁদাবাজি টেন্ডারবাজি আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। প্রশাসনের নাকের ডগায় সাধারণ মানুষের ঘাম ঝরানো অর্থ কেড়ে নিচ্ছে কিছু অসাধু চক্র। গত ৫ আগস্টের পর একটি দল ক্ষমতায় যাওয়ার লোভে, চাঁদাবাজি টেন্ডারবাজিতে মেতে উঠেছে। এটি শুধুই অর্থনৈতিক অপরাধ নয়, এটি নৈতিক অবক্ষয়েরও প্রতীক।

তিনি আরও বলেন, আমরা যদি এখনই না জেগে উঠি, তাহলে এই ব্যাধি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও গ্রাস করবে।

সমাবেশে তিনি রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় চাঁদাবাজির বিস্তার, প্রশাসনের নীরবতা এবং জনসচেতনতার অভাবকে এই সমস্যার মূল কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ, প্রশাসনের নিরপেক্ষতা এবং রাজনৈতিক দলের আন্তরিক ভূমিকার দাবি জানান।

সভায় রায়পুর বিশিষ্ট সমাজসেবক উপাধ্যক্ষ মাওলানা ইউসুফ জামান, আইনজীবী এডভোকেট আব্দুল আউয়াল রাসেলসহ স্থানীয় শতাধিক যুবক উপস্থিত ছিলেন। তারা চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে একমত পোষণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *