যুবলীগ নেতা আশরাফের ঘরবাড়ি পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ আশরাফ আলীর গ্রামের বাড়িঘর ভাংচুর করে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৫ আগস্ট, ২০২৪) গভীর রাতে চাঁদপুর সদর থানার বাখরপুরে এই হামলার ঘটনা ঘটে। এতে আনুমানিক ৩০ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী যুবলীগ নেতা মো. আশরাফ আলী জানান, “রাত ২টার দিকে হঠাৎ আগুন লাগিয়ে দেয়ার পর আমার পরিবারের সদস্যদের ঘুম ভাঙে। তারা বাইরে বের হয়ে দেখেন ঘরের চারপাশে আগুন জ্বলছে। তখন আমার পরিবারের সদস্যরা কোনোমতে প্রাণ নিয়ে ঘর থেকে বের হয়ে জীবন রক্ষা করে।”

এটি একটি পরিকল্পিত হামলা অভিযোগ করে আশরাফ বলেন, “আমি রাজনৈতিকভাবে সক্রিয়। সরকার পতনের পর স্থানীয় কিছু মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এই কাজ করেছে। এর আগেও বিভিন্নভাবে হুমকিধামকি পেয়েছিলাম। এখন তারা পরিকল্পিতভাবে আমার বাড়ি-ঘর পুড়িয়ে দিয়েছে।”

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ধারণা করছে, বাইরে থেকে আগুন ধরানো হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, “পেট্রোলজাতীয় দাহ্য পদার্থ ব্যবহারের আলামত পাওয়া গেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।”

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আশঙ্কা করা হচ্ছে, এ ধরনের সহিংসতা আরও ছড়িয়ে পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *