বন্যার্তদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন ‘খোঁজ’: ঢাকায় চলছে ত্রাণ সংগ্রহ অভিযান

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘খোঁজ ফাউন্ডেশন’। রাজধানী ঢাকায় সংগঠনটি চালু করেছে ত্রাণ সংগ্রহ অভিযান, যেখানে সাধারণ মানুষ তাদের সাহায্য পৌঁছে দিচ্ছেন—নগদ অর্থ থেকে শুরু করে চাল, ডাল, শুকনো খাবার, ওষুধ ও শিশু খাদ্য পর্যন্ত।

ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর ও বাড্ডাসহ ঢাকার বিভিন্ন এলাকায় ত্রাণ সংগ্রহ কেন্দ্র স্থাপন করেছে ‘খোঁজ’। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এই কার্যক্রমে এখন পর্যন্ত কয়েক হাজার প্যাকেট ত্রাণ সংগ্রহ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন খোঁজ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ আশরাফ আলী, সভাপতি মোঃ তোফায়েল হাসান, সেক্রেটারি সুজন হক, ফাউন্ডেশনের সদস্য জয় দেবনাথ, সোহেল, এ এম রায়হান, রাফায়াত রোমান প্রমুখ।

“মানুষের মুখে হাসি ফেরানোই আমাদের লক্ষ্য”

ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ আশরাফ আলী বলেন, “সরকারি সহায়তা আসতে সময় লাগছে, আমরা চাইছি দ্রুত ত্রাণ পৌঁছে দিতে। আমাদের লক্ষ্য- প্রতিটি বন্যার্ত পরিবারের মুখে অন্তত একবেলা খাবার তুলে দেয়া।”

তিনি আরও বলেন, “ছোট ছোট অনুদানগুলো মিলেই আজ হাজার মানুষের জন্য আশার আলো হয়ে উঠছে। এখন প্রয়োজন আরও মানুষের অংশগ্রহণ।”

ত্রাণের প্রতিটি প্যাকেটে থাকছে:

২ কেজি চাল
৫০০ গ্রাম ডাল
৫০০ গ্রাম লবণ
১ লিটার তেল
১ প্যাকেট বিস্কুট
৫টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট
২টি স্যালাইন
১ প্যাকেট স্যানিটারি প্যাড
শিশু খাদ্য (প্রয়োজন অনুযায়ী)

এই প্যাকেটগুলো এখন পর্যন্ত বন্যা কবলিত বিভিন্ন এলাকায় পৌঁছে দেয়া হয়েছে। ‘খোঁজ’-এর স্বেচ্ছাসেবকেরাই নিজেরা দুর্গত এলাকায় গিয়ে ত্রাণ বিতরণ করছেন। তারা স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষকদের সহায়তায় নিশ্চিত করছেন, যাতে প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতেই সাহায্য পৌঁছায়।

সংগঠনটির আহ্বান, “এটা কেবল একবারের প্রয়াস নয়—বন্যা না থামা পর্যন্ত আমাদের ত্রাণ কার্যক্রম চলবে। কেউ অর্থ দিতে না পারলে অন্তত শেয়ার করে হলেও পাশে দাঁড়ান।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *