রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে সাজ্জাদ হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর থানাধীন বসিলার আরাম মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ ভোলার লালমোহন থানার গজারিয়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় একটি চাপাতি (সামুরাই) এবং একটি ভাঙচুর করা সিএনজি জব্দ করেছে পুলিশ।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. রফিকুল আহমেদ চ্যানেল 24 কে জানান, ঘটনাটি ঘটে শনিবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে। ছিনতাইয়ের সময় উত্তেজিত জনতা সাজ্জাদকে ধরে ফেলে এবং তাকে বেধড়ক মারধর করে বলে জানা গেছে। পরে খবর পেয়ে মোহাম্মদপুর থানার একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শনিবার রাতে নিহত সাজ্জাদের সুরতহাল ও ময়নাতদন্তে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে।
অন্যদিকে স্থানীয়রা জানিয়েছেন, মোহাম্মদপুরের বসিলার ওই এলাকাটিতে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হওয়ায় শনিবার এমন ঘটনা ঘটে।